বিদ্যুৎস্পর্শে জুলাই যোদ্ধার মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে আনারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে আনারুলের জানাজা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খামার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম ওই ইউনিয়নের শাইদালী মিয়ার ছেলে। তিনি ‘সি’ ক্যাটাগরিভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির ইলেকট্রিক বোর্ড নষ্ট হয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তা মেরামতের চেষ্টা করেন আনারুল। এ সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় হোসেন মিয়া বলেন, মূলত বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে। খুব খারাপ লাগতেছে। সে অনেক ভালো ছিল।
জুলাই যোদ্ধা আনারুলের বাবা শাইদালী মিয়া বলেন, আমার ছেলেকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়ে পাচ্ছি। এটি মূলত দুর্ঘটনা ছিল।
জুলাই যোদ্ধার জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে আমাদের একজনকে হারিয়েছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।