বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

2 months ago 39

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রাম এই ঘটনা ঘটে। নিহত চালক সহনাটি গ্রামের আব্দুল হাই মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম পেশায় অটোরিকশা চালক। বাড়ির পাশে তার পুকুর রয়েছে। সোমবার বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করে মাছ ধরেন সাইফুল। মাছ ধরা শেষে ওইদিন দুপুরে পুকুর থেকে বৈদ্যুতিক তার সরানোর সময় বিদ্যুতায়িত হন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা কিতাব আলী বলেন, পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে মাছ ধরা শেষে সাইফুল তার ছেলেকে মোটরের সুইচ বন্ধ করতে বলেন। কিন্ত তার ছেলে সুইচ বন্ধ না করে বাথরুমে চলে যায়। বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে ভেবে সাইফুল মোটরের তার হাতে পেচিয়ে গোছানোর কাজ করছিল। এমন সময় সে বিদ্যুতায়িত হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article