‘যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই’

4 hours ago 4

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনার সরকার। যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই। আমাদের সবার ভোটে নতুন এমপি হবে, প্রধানমন্ত্রী হবে। রাতের ভোট আমরা আর হতে দেব না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান রাজারমাঠে জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হাবিব উন-নবী খান সোহেল বলেন, কী অত্যাচার আর কী নির্যাতন শেখ হাসিনার সরকার করেছে তার কথা বলে শেষ করা যাবে না। ১৬টি বছর বাংলাদেশে যত রকম অপরাধ হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে।

তিনি বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সবাই মিলে বসবাস করছি আর আমরা সবাই বাংলাদেশি। আর আমাদের ভোটের অধিকার এখন কেউ কেড়ে নিতে পারবে না।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে এ সময় মহাসমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রশীদ, সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিভিন্ন নেতা ও জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

Read Entire Article