বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই ভাইয়ের

2 months ago 9

 

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাস্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আক্তারুজ্জামান (৫৫) ও তার সেজো ভাই আলম হোসেন (৪০)। তারা উভয় মৃত ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামানকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এসময় চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আলম হোসেনকে স্থানীয়রা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বাড়ির উঠানে গবাদিপশুর জন্য ঘাস কাটার মেশিনে কাজ করছিলেন বড় ভাই আক্তারুজ্জামান। এসময় মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা সেজো ভাই আলম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/জেআইএম

Read Entire Article