বিনা উইকেটেই ১১৭, ভারতকে কি রান তাড়ার ভয় দেখাচ্ছে ইংল্যান্ড?

2 months ago 8

বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ৩৭১ রানের। চতুর্থ দিনে বিনা উইকেটে ২১ রান তুলেছিল ইংলিশরা। ফলে শেষ দিনে তাদের দরকার আরও ৩৫০ রান। টেস্টের পঞ্চম দিনে নিঃসন্দেহে কঠিন কাজ।

কিন্তু ইংল্যান্ডের দুই ওপেনারকে দেখে মনে হচ্ছে, স্বাগতিকরা এই রান তাড়া করার কথা ভাবছে। পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বিনা উইকেটে ১১৭ রান তুলেছে ইংলিশরা। জ্যাক ক্রলি ৪২ আর বেন ডাকেট ৬৪ রানে অপরাজিত আছেন। শেষ দিনের প্রথম সেশনে তারা রান তুলেছেন ৪ গড়ে।

ইংল্যান্ডের জয়ের জন্য দুই সেশনে আর দরকার ২৫৪ রান। এখনও ৬৬ ওভারের মতো দিনের খেলা বাকি আছে। ইংলিশরা যেভাবে খেলছে, সেটা ধরে রাখতে পারলে জয় পাওয়াও অসম্ভব নয়।

প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে মাত্র ৬ রানের লিড পায় ভারত।

দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল আর রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে ভারত তুলেছে ৩৬৪। ফলে ৩৭১ রানের লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড।

এমএমআর/এমএস

Read Entire Article