বিপদে পড়ে ঘনিষ্ঠ মিত্রকে কিমের কাছে পাঠালেন পুতিন

2 months ago 8
চরম বিপদে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শত্রুর একের পর এক হামলায় হয়ে যাচ্ছেন নাস্তানাবুদ। এমতাবস্থায় নিজের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগুকে পাঠিয়েছেন উত্তর কোরিয়া। সেখানে গিয়েই পুতিনের হয়ে সমর্থন চাইলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে। এ জন্য বুধবার (৪ জুন) পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে বৈঠকও করেন শোইগু। ভিডিওতে দেখা যায়, শোইগু এবং রাশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানাচ্ছেন কিম। আলোচনার ফাঁকে ফাঁকে কিমকে হাসতেও দেখা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, মস্কোর বিদেশ নীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কিম। এমনকি ইউক্রেন সংঘাতে রাশিয়ার অবস্থানের প্রতি নিঃশর্ত সমর্থন দেওয়ার কথাও জানান উত্তর কোরিয়ার নেতা। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও রাজনৈতিক সখ্য বাড়ছেই। আর তাতেই ঘন ঘন বৈঠকে বসছেন দুই দেশের নেতারা। এমনকি রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াইও করছে উত্তর কোরিয়ার সেনারা। গেল এপ্রিলে যা প্রথমবারের মতো স্বীকার করে দুই দেশের সরকার।
Read Entire Article