বিপদে যে দোয়া পড়তে বললেন মাওলানা তারিক জামিল

3 months ago 54

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার (৭ মে) ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

এ অবস্থায় বিপদ থেকে উদ্ধারে একটি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও আলেম মাওলানা তারিক জামিল। 

বুধবার (৭ মে) তিনি তার ভেরিভায়েড ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন এই সময়ে সকল পাকিস্তানিদের কাছে অনুরোধ করছি আল্লাহর কাছে দেশের নিরাপত্তার জন্য দোয়া করবেন।

اَللّٰهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ.

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।
অর্থ : হে আল্লাহ আমরা তোমাকে তাদের সামনে রাখলাম, তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাই।

এই দোয়াটি সম্পর্কে হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন এই দোয়াটি পড়তেন।(আবু দাউদ, মিশকাত)

Read Entire Article