বিপাকে কৃতি খারবান্দা

ডিজিটাল যুগে তারকাদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। এবার হোয়াটসঅ্যাপে নিজের পরিচয় চুরির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা। এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ও পরিচয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে—এমন তথ্য সামনে আসতেই ভক্তদের সতর্ক করতে প্রকাশ্যে মুখ খুললেন এই অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করে স্পষ্টভাবে জানান, ওই নম্বরটি তার নয়। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এটা ঠিক নয়। মোটেও ভালো বিষয় না। এটা আমার নম্বর নয়। নিজেকে অন্য কেউ সেজে উপস্থাপন করা স্পষ্টতই পরিচয় চুরির শামিল। সাবধান থাকুন।‘ তার এই বার্তা মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। সাম্প্রতিক সময়ে সেলিব্রিটি ও জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে অনলাইন ছদ্মবেশ ও সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। অনেক ক্ষেত্রেই এসব প্রতারণার উদ্দেশ্য থাকে ভক্তদের বিভ্রান্ত করা কিংবা অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। বিষয়টি দ্রুত প্রকাশ্যে এনে কৃতি খারবান্দা তার অনুসারীদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন। কৃতির সতর্কব

বিপাকে কৃতি খারবান্দা

ডিজিটাল যুগে তারকাদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। এবার হোয়াটসঅ্যাপে নিজের পরিচয় চুরির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা। এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ও পরিচয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে—এমন তথ্য সামনে আসতেই ভক্তদের সতর্ক করতে প্রকাশ্যে মুখ খুললেন এই অভিনেত্রী।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করে স্পষ্টভাবে জানান, ওই নম্বরটি তার নয়। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এটা ঠিক নয়। মোটেও ভালো বিষয় না। এটা আমার নম্বর নয়। নিজেকে অন্য কেউ সেজে উপস্থাপন করা স্পষ্টতই পরিচয় চুরির শামিল। সাবধান থাকুন।‘ তার এই বার্তা মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।

সাম্প্রতিক সময়ে সেলিব্রিটি ও জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে অনলাইন ছদ্মবেশ ও সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। অনেক ক্ষেত্রেই এসব প্রতারণার উদ্দেশ্য থাকে ভক্তদের বিভ্রান্ত করা কিংবা অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। বিষয়টি দ্রুত প্রকাশ্যে এনে কৃতি খারবান্দা তার অনুসারীদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন।
কৃতির সতর্কবার্তার পর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি তাকে ধন্যবাদ জানান। অনেকে অনলাইন পরিচয় চুরির বিরুদ্ধে কঠোর আইন ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আরও শক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন।

যদিও এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে কৃতি নিশ্চিত করেননি, তবে তার এই পদক্ষেপ অনলাইনে সচেতন থাকার একটি জোরালো বার্তা দিয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, অচেনা নম্বর থেকে আসা বার্তা যাচাই না করে বিশ্বাস করা, কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার করা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

উল্লেখ্য, কৃতিকে সবশেষ দেখা যায় চলতি বছরের জুনে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রানা নাইড়ু সিজন ২’তে। যেখানে তার পাশাপাশি অভিনয় করেন রানা দাগ্গুবতি, ভেঙ্কটেশ দাগ্গুবতি, প্রিয়া ব্যানার্জিসহ আরও অনেকে। 

হিন্দি ও কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। তার সাম্প্রতিক এই সতর্কতা আবারও প্রমাণ করল, ঝলমলে তারকা জীবনেও ডিজিটাল নিরাপত্তা আজ এক বড় চ্যালেঞ্জ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow