বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪টি স্ট্যাম্পিং করেন চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার এডাম রসিংটন। বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে ৪টি স্টাম্পিংয়ের নতুন রেকর্ডের জন্ম দিলেন তিনি। এর আগে, বিপিএল মঞ্চে কোনো উইকেটরক্ষক ৩টির বেশি স্ট্যাম্পিং করতে পারেননি। ৩টি করে স্ট্যাম্পিং করেছেন পাকিস্তানের দুই উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ ও উমর আকমল। ২০১৬ সালের আসরে বরিশাল বুলসের বিপক্ষে রংপুর রাইডার্সের শাহজাদ এবং রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংসের আকমল ৩টি করে স্ট্যাম্পিং করেছিলেন। বিপিএলের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি স্ট্যাম্পিংয়ের নয়া রেকর্ডের জন্ম দিলেও বিশ্ব ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন রসিংটন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্ট্যাম্পিংয়ের বিশ্ব রেকর্ড আছে ইংল্যান্ডের টনি ফরেস্ট, ভারতের দীনেশ কার্তিক, পাকিস্তানের কামরান আকমল, বাংলাদেশের ধীমান ঘোষ, ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন ও শ্রীলঙ্কার লা

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪টি স্ট্যাম্পিং করেন চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার এডাম রসিংটন। বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে ৪টি স্টাম্পিংয়ের নতুন রেকর্ডের জন্ম দিলেন তিনি। এর আগে, বিপিএল মঞ্চে কোনো উইকেটরক্ষক ৩টির বেশি স্ট্যাম্পিং করতে পারেননি। ৩টি করে স্ট্যাম্পিং করেছেন পাকিস্তানের দুই উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ ও উমর আকমল। ২০১৬ সালের আসরে বরিশাল বুলসের বিপক্ষে রংপুর রাইডার্সের শাহজাদ এবং রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী কিংসের আকমল ৩টি করে স্ট্যাম্পিং করেছিলেন। বিপিএলের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি স্ট্যাম্পিংয়ের নয়া রেকর্ডের জন্ম দিলেও বিশ্ব ক্রিকেটে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন রসিংটন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্ট্যাম্পিংয়ের বিশ্ব রেকর্ড আছে ইংল্যান্ডের টনি ফরেস্ট, ভারতের দীনেশ কার্তিক, পাকিস্তানের কামরান আকমল, বাংলাদেশের ধীমান ঘোষ, ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন ও শ্রীলঙ্কার লাহিরু দোয়াতাগের। এদের মধ্যে কামরান ও রামদিন জাতীয় দলের জার্সি গায়ে এক ইনিংসে সর্বোচ্চ ৪টি করে স্ট্যাম্পিং করেছেন। বাকিরা ঘরোয়া ক্রিকেট বা কাউন্টি ম্যাচে রেকর্ড গড়েন। রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬০ রানে অপরাজিত থাকেন রসিংটন। উইকেটরক্ষক হিসেবে রেকর্ড ও ব্যাট হাতে দলের ১০ উইকেটের বড় জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন রসিংটন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow