বিপিএল: একাদশে তিন না চার বিদেশি, সিদ্ধান্ত জানাল বিসিবি
বিপিএলে পাঁচ দল নিশ্চিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, চার বিদেশির পরিবর্তে এবারের বিপিএলে একাদশে দেখা যাবে তিন বিদেশিকে। তবে সেই গুঞ্জন সত্য নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, দল কমলেও একাদশে চার বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়ছে, প্রতিটি দল রিজার্ভ ক্রিকেটারসহ ২২ সদস্যের স্কোয়াড ম্যাচে নামতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবে ১২ টিম অফিশিয়ালসও।
দীর্ঘ ১২ বছর পর এবার নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী ২১ নভেম্বর বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে। বিপিএলের সর্বশেষ কয়েকটি আসরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। এবারের বিপিএলে অংশ নেয়া পাঁচ দল নিলামের সুযোগ পাচ্ছে।
জানা গেছে, নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। এ ছাড়া নিলামের আগে সর্বোচ্চ দুইজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেয়ার সুযোগ থাকবে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি খেলোয়াড় কিনতে হবে বাধ্যতামূলকভাবে।
এর আগে, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

2 hours ago
4









English (US) ·