বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

বিপিএলের ১২তম আসর শুরুর আগে নড়েচড়ে বসেছে সব ফ্র্যাঞ্চাইজি। নিলামকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—এই মৌসুমে কাকে নেওয়া যাবে, কোন নিয়মে, আর কোন দলে কত বাজেট? আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় বসছে এবারের নিলাম। আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হওয়ায় এবার ৬ দলের টুর্নামেন্টে নিলামের কৌশল আরও কঠিনভাবে যাচাই হবে। কালবেলার পাঠকদের জন্য এবারের বিপিএলের নতুন নিলামের খুঁটিনাটি দেওয়া হলো: বিদেশি ক্রিকেটারদের জন্য বড় অঙ্ক—৩.৫ লাখ ডলার বাধ্যতামূলক খরচ এবার নিলামে ২৫০ বিদেশিকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি — ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার ‘বি’ ক্যাটাগরি — ২৬ হাজার ডলার ‘সি’ ক্যাটাগরি — ২০ হাজার ডলার ‘ডি’ ক্যাটাগরি — ১৫ হাজার ডলার ‘ই’ ক্যাটাগরি — ১৫ হাজার ডলার ক্যাটাগরি অনুযায়ী প্রতি ডাকে বাড়বে ৫ হাজার থেকে ১ হাজার ডলার পর্যন্ত। প্রত্যেক দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি নিতে হবেই, আর মোট খরচের বাধ্যবাধকতা—৩.৫ লাখ মার্কিন ডলার। সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন বিদেশি ও ২ জন দেশিকে দলে টানার সুযোগ রয়েছে—তবে দেশি/বিদেশি অন্তত একজন করে

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

বিপিএলের ১২তম আসর শুরুর আগে নড়েচড়ে বসেছে সব ফ্র্যাঞ্চাইজি। নিলামকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—এই মৌসুমে কাকে নেওয়া যাবে, কোন নিয়মে, আর কোন দলে কত বাজেট?

আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় বসছে এবারের নিলাম। আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হওয়ায় এবার ৬ দলের টুর্নামেন্টে নিলামের কৌশল আরও কঠিনভাবে যাচাই হবে। কালবেলার পাঠকদের জন্য এবারের বিপিএলের নতুন নিলামের খুঁটিনাটি দেওয়া হলো:

বিদেশি ক্রিকেটারদের জন্য বড় অঙ্ক—৩.৫ লাখ ডলার বাধ্যতামূলক খরচ

এবার নিলামে ২৫০ বিদেশিকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি।

  • ‘এ’ ক্যাটাগরি — ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার
  • ‘বি’ ক্যাটাগরি — ২৬ হাজার ডলার
  • ‘সি’ ক্যাটাগরি — ২০ হাজার ডলার
  • ‘ডি’ ক্যাটাগরি — ১৫ হাজার ডলার
  • ‘ই’ ক্যাটাগরি — ১৫ হাজার ডলার

ক্যাটাগরি অনুযায়ী প্রতি ডাকে বাড়বে ৫ হাজার থেকে ১ হাজার ডলার পর্যন্ত।

প্রত্যেক দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি নিতে হবেই, আর মোট খরচের বাধ্যবাধকতা—৩.৫ লাখ মার্কিন ডলার।

সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন বিদেশি ও ২ জন দেশিকে দলে টানার সুযোগ রয়েছে—তবে দেশি/বিদেশি অন্তত একজন করে রাখা বাধ্যতামূলক।

দেশি ক্রিকেটারদের নিলামে বড় পরিবর্তন

দেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য—

  • এ ক্যাটাগরি: ৫০ লাখ টাকা
  • বি: ৩৫ লাখ
  • সি: ২২ লাখ
  • ডি: ১৮ লাখ
  • ই: ১৪ লাখ
  • এফ: ১১ হাজার টাকা

‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে বাড়বে ৫ লাখ টাকা, যা এবার নিলামকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য দেশি ক্রিকেটারের বাজেট—৪.৫ কোটি টাকা (সরাসরি চুক্তিবদ্ধ দুই দেশি ক্রিকেটার এর বাইরে)।

কোন কোন ক্যাটাগরি থেকে কতজন নিতে হবে:

  • এ ক্যাটাগরি: অন্তত ১ জন
  • বি, সি, ডি: প্রতিটি থেকে অন্তত ৩ জন
  • ই ক্যাটাগরি: অন্তত ২ জন
  • এফ: দলের প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো

প্রতি দলের মোট খরচ—৯ কোটি টাকা

বিদেশি ও দেশি ক্রিকেটার মিলিয়ে এবারের বিপিএলে প্রতি ফ্র্যাঞ্চাইজি প্রায় ৯ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে।

এ ছাড়া ম্যানেজার, কোচ, বিশ্লেষক মিলিয়ে ১২ জন দলীয় কর্মকর্তাকে নিবন্ধন করানোর সুযোগ দিয়েছে বিসিবি।

৬ দলের চূড়ান্ত তালিকা

  • রংপুর রাইডার্স
  • ঢাকা ক্যাপিটালস
  • সিলেট টাইটান্স
  • চট্টগ্রাম রয়্যালস
  • রাজশাহী ওয়ারিয়র্স
  • নোয়াখালী এক্সপ্রেস (নতুন দল)

নতুন নিয়ম, উচ্চ ভিত্তিমূল্য, বিদেশি খেলোয়াড়দের বিশাল তালিকা—সব মিলিয়ে এবার বিপিএল নিলাম হতে যাচ্ছে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কৌশলভিত্তিক। ৩০ নভেম্বরের নিলামেই স্পষ্ট হবে কোন দল কতটা দূরদর্শী পরিকল্পনা সাজিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow