বিপিএলে অনিয়ম: স্বাধীন তদন্ত কমিটি গঠিত

2 days ago 5

এবারের বিপিএলে দর্শক উন্মাদনা বেশ থাকলেও নানা কারণে বরাবরের মতো বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা না পাওয়া এবং ফিক্সিংয়ের গন্ধ।

বিপিএলে ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির গড়িমসি, তালবাহানা, বারবার কথা দিয়েও ক্রিকেটারদের পেমেন্ট না দেওয়া এবং ফিক্সিংসহ অন্যান্য অনিয়মের কারণ খুঁজে বের করার জন্য ৩ সদস্যের একটি সত্য অনুসন্ধানী কমিটি গঠন করেছে বিসিবি।

বিচারপতি মির্জা হোসেন হায়দারকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির অপর দুই সদস্য হলেন সাবেক জাতীয় ক্রিকেটার শাকিল কাসেম ও আইনজ্ঞ খালেদ এইচ চৌধুরী।

এআরবি/এমএমআর/এএসএম

Read Entire Article