ক্রিকেট ইতিহাসে ক্যারিবীয় বোলার ওশান থমাস এখন একেবারে আলাদা আলোচনার নাম। বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সর্বশেষ আসরে এক অদ্ভুত ওভারে তিনি দিয়েছিলেন ১ বলে ১৫ রান। আর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেই একই বোলার তৈরি করলেন আরও বিস্ময়কর কাণ্ড—এক বলে ২২ রান!
বিপিএলে সেই রেকর্ড ভাঙা ওভার
চট্টগ্রাম বনাম খুলনার ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই থমাস করেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। নো-বল, ওয়াইড আর ফ্রি-হিটে ভেসে যায় পুরো ওভার। প্রথম বৈধ বলেই আউট হলেও সেটি নো-বল হয়ে বাঁচেন ব্যাটার নাইম ইসলাম। এরপর ফ্রি-হিট ও ধারাবাহিক ওয়াইড-নো-বলে স্কোরবোর্ডে যুক্ত হয় এক বলেই ১৫ রান। সেই সময়ের এই ওভার ঘিরে রীতিমতো হৈচৈ পড়ে যায় ক্রিকেটে।
এবার সিপিএলে আরও ‘বড় ধাক্কা’
গতকাল সিপিএলের ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলতে নেমে আবারও আলোচনায় থমাস। ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের ইনিংসের ১৫তম ওভারে তিনি হজম করেন এক বলে ২২ রান!
কীভাবে সম্ভব হলো? তৃতীয় বলটি ছিল নো-বল। ফ্রি-হিটে দিলেন ওয়াইড। পরের দুই নো-বলে ব্যাটার রোমারিও শেফার্ড মেরেছেন টানা দুটি ছক্কা। যেহেতু ফ্রি-হিট থেকে আউট হওয়ার সুযোগ নেই, তাই থমাসের কষ্ট বাড়ে আরও। সেই একই ফ্রি-হিটে আবারও ছক্কা মারেন শেফার্ড। অর্থাৎ, এক বৈধ ডেলিভারির (নো-বল + ফ্রি-হিটের সংমিশ্রণ) হিসাবে থমাস দেন ২২ রান!
ওভার শেষে থমাসের খরচ দাঁড়ায় ৩৩ রান। শেফার্ড ছিলেন ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় প্রীতি জিনতার মালিকানাধীন সেন্ট লুসিয়া কিংস।
টি–টোয়েন্টি ক্রিকেটে বড় রান, বড় ছক্কা নতুন কিছু নয়। তবে এক বলে ১৫ রান থেকে ২২ রান—এমন দুই অদ্ভুত রেকর্ডের নায়ক (বা ভিলেন) হয়ে উঠলেন একই বোলার। ক্রিকেটবিশ্বে তাই এখন প্রশ্ন—ওশান থমাস কি কেবল ব্যাটসম্যানদের ‘রেকর্ড বানানোর সুযোগ’ করে দিচ্ছেন? নাকি এসব শুধুই দুর্ঘটনা, যা ক্রিকেটে বিরল কিন্তু সম্ভব?