বিপিএলের মধ্যেই নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ

3 days ago 7

বিপিএল চলাকালেই পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। গতকাল শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

হান্নান সরকার জানিয়েছেন, দল নির্বাচনের সঙ্গে আর জড়িত থাকতে চান না। আগামীতে কোচিংয়ের দায়িত্ব পেলে কাজ করতে আগ্রহী হবেন তিনি।

তবে চলতি ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্বে থাকবেন হান্নান। আগামী মার্চ থেকে এই নির্বাচকের বিকল্প খুঁজে নিতে হবে বিসিবিকে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে দায়িত্ব পান হান্নান। অর্থাৎ এক বছরের মাথায় নিজের দায়িত্ব ছাড়লেন তিনি।

হান্নান সরকারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে বয়সভিত্তিক দলেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন হান্নান। ২০২০ সালে তার অধীনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।

এমএইচ/জিকেএস

Read Entire Article