বিপুল চন্দ্র রায়ের কবিতা: পত্র দিও!

2 days ago 5

প্রিয়জনের কথা, চিঠির পাতায় লেখা—
একটিই কথা ছিল, “পত্র দিও!”
যখন মন খারাপের মেঘ জমে,
আকাশটা লাগে বড় বেশি ধূসর,

যদি নিভৃতে, নির্জন কোনো বিকেলে
বড্ড একাকী লাগে তোমায়,
তখন আমায় শুধু একটি লাইন লিখো—
“আমি ভালো আছি।”

পত্র দিও!
যখন মনে হবে কথা ফুরিয়েছে,
জানালা দিয়ে চাঁদ আর উঁকি দিচ্ছে না,
তখন আমায় একটি চিঠি লিখো—
“আমি তোমাকে ভাবছি।”

পত্র দিও!
যদি কোনোদিন কাজের চাপে অস্থিরতা,
ব্যস্ত জীবন করে তোমায় ক্লান্ত,
তখন আমার ঠিকানায় লিখে পাঠিয়ো—
“তোমার ভালোবাসায় শান্ত হয়েছি।”

পত্র দিও!
যদি আর কখনও পথ খুঁজে না পাও,
যদি কিছু না লিখতে পারো,
শুধু একটি নীল খাম পাঠিয়ে দিও।
আমি বুঝব, তুমি এখনও আমার অপেক্ষায় আছো।

কেএসকে/এএসএম

Read Entire Article