বিপৎসীমার ওপরে দক্ষিণের ৭ নদীর পানি

2 months ago 9

লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সাতটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশালের কীর্তনখোলা, বরগুনার বিষখালী, ঝালকাঠির বিষখালী, পটুয়াখালীর মীরগঞ্জের বুড়িশ্বর, পায়রা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২৫ জুন) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো.. তাজুল ইসলাম।

তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এরমধ্যে সবশেষ বুধবার রাত ৮টার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালী নদীর পানি পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোলার দৌলতখান উপজেলা পয়েন্টে সুরমা-মেঘনা নদীর পানি ১১ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনা পয়েন্টে ৯৭ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদীর পানি দুই সেন্টিমিটার, বরগুনার পাথরঘাটা উপজেলা পয়েন্টে বিষখালী নদীর পানি ২০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কচা নদীর পানি সাত সেন্টিমিটার ও পিরোজপুর জেলা পয়েন্টে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার এক সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী পয়েন্টে সাত সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা নদীর পানি ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, মৌসুমি লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সাতটি নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই।

শাওন খান/এসআর/জিকেএস

Read Entire Article