বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

1 week ago 10
বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় প্রতিবেদকের হাতে ধরা মাইক্রোফোনের (বুম) লোগোতে দেখা যায় ‘বিবিসি, উর্দু নিউজ পাঞ্জাব টিভি’ লেখা। এতে অনেকেই ধরে নিয়েছিলেন তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সংবাদদাতা। তবে পরে জানা যায়, এই ‘বিবিসি’ নয়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’ নামের একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা পাকিস্তান থেকেই পরিচালিত হয়। সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক মেহরুন্নিসাকে নিয়ে তৈরি হওয়া এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, এ বিষয়ে দ্রুতই বিবিসি একটি বিবৃতি দিয়ে দিয়েছে। পাকিস্তানে কর্মরত এই সংবাদমাধ্যমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিবিসি জানায়, তাদের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি এমন নাম ব্যবহার করেছে। বিবিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাদের নজরে এসেছে যে পাকিস্তানে ‘বিবিসি, উর্দু নিউজ পাঞ্জাব টিভি’ নামে একটি ডিজিটাল প্রতিষ্ঠান তাদের নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে এর কোনো সংযোগ নেই। বিবিসি দর্শকদের অনুরোধ করেছে, তাদের নামে প্রকাশিত যে কোনো কনটেন্ট বিশ্বাস করার আগে অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে যাচাই করে নিতে। তবে সমালোচনার মুখেও পিছিয়ে যাননি মেহরুন্নিসা। আরেকটি ভিডিওতে তিনি বিবিসিকে রসিকতা করে বলেন, ‘তারা বলছে আমরা নাকি বিবিসিকে কপি করেছি। কিন্তু তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’  
Read Entire Article