মহাশূন্য হইতে চাকা খসিয়া পড়িলেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজের সফল অবতরণ এক অত্যাশ্চর্য ঘটনা বটে। গত শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার হইতে ৭১ জন যাত্রী লইয়া ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিজি ৪৩৬ ফ্লাইটটির পিছনের একটি চাকা উড্ডয়নের পরপরই খুলিয়া পড়ে।
তথাপি, ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদের অসাধারণ দক্ষতা ও উপস্থিত... বিস্তারিত