বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

3 weeks ago 10
বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার সাদুর রেহমান। ‘ডাকি ভাই’ নামে পরিচিত এ ইউটিউবারের বিরুদ্ধে অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে তাকে  লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের একটি অংশের দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়।  পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানিয়েছে, সাদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ডাকি ভাই তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন। এসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এজাহারে তার ইউটিউব চ্যানেলের অন্তত ২৭টি ভিডিওর লিংক যুক্ত করা হয়েছে, যেখানে এসব অ্যাপের প্রচারণার প্রমাণ রয়েছে। তবে সেগুলোর কয়েকটি বর্তমানে আর অনলাইনে পাওয়া যাচ্ছে না। এনসিসিআইএ-এর তদন্তে উঠে এসেছে, জুয়া অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো মুনাফা দেয়নি। তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। এছাড়া, এসব অ্যাপের কোনোটিই পাকিস্তানে নিবন্ধিত নয়। এনসিসিআইএ-এর বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান, এফবিআর বা স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কোনো অনুমোদন ছাড়াই জুয়া অ্যাপের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।
Read Entire Article