বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চালের বস্তায় মিলল ককটেলসহ পিস্তল

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪ টি ককটেল বোমা উদ্ধার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮ টায় বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প র‍্যাবের ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীন উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে একটি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।  প্রত্যক্ষদর্শিরা জানান দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ৩-৪ ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়।  এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নাশকতাকারীদের

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চালের বস্তায় মিলল ককটেলসহ পিস্তল

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪ টি ককটেল বোমা উদ্ধার হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮ টায় বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প র‍্যাবের ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীন উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে একটি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। 

প্রত্যক্ষদর্শিরা জানান দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ৩-৪ ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। 

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নাশকতাকারীদের শনাক্ত করার কাজ চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow