বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে ৪ দেশের বিশেষজ্ঞ দল

10 hours ago 6
শাহজালান বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আমি মনে করি বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা। বিমানবন্দরের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। তিনি বলেন, এই চার দেশের বিশেষজ্ঞদের আনতে চাচ্ছি, যাতে তারা ইনভেস্টিগেট করে আগুন লাগার কারণ ও কে দায়ী সেটা যেন বের করতে পারে। দাহ্য পদার্থ বেশি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতেও সময় লাগে।  
Read Entire Article