বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া, ফায়ারিং এলাকা পরিহারের অনুরোধ

1 month ago 21

আগামী ২৭ নভেম্বর টাঙ্গাইল রসুলপুরের ফায়ারিং রেঞ্জে বিমানবাহিনীর গোলাবর্ষণ বার্ষিক মহড়া অনুষ্ঠিত হবে। তাই সবাইকে ফায়ারিং এলাকা পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২৫ নভেম্বর) আইএসপিআর জানায়, আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টাঙ্গাইল রসুলপুর ফায়ারিং রেঞ্জ ভিজিডি-১ এ বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টার থেকে ভূমিতে গোলাবর্ষণের বার্ষিক মহড়া অনুষ্ঠিত হবে।

এসময়ে সবাইকে ওই ফায়ারিং এলাকা পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

টিটি/এমএএইচ/এএসএম

Read Entire Article