বিমার ২৫ লাখ টাকা নিতে স্বামীকে ‘মৃত বানালেন’ স্ত্রী

5 hours ago 7
বিমার টাকা নিতে রীতিমতো জীবিত স্বামীকে মৃত বানিয়ে ফেলেন এক নারী। ২০১২ সালে ২৫ লাখ টাকার বিমা করেছিলেন ওই নারীর স্বামী। শর্ত ছিল স্বামীর মৃত্যুর পরে বিমা কোম্পানি সংশ্লিষ্ট নমিনিকে টাকা বুঝিয়ে দিবে। কিন্তু স্বামীর মৃত্যুর আগেই বিমার টাকা হাতিয়ে নিতে অভিনব এক ফন্দি আটেন ওই নারী। স্বামীর মৃত্যুর ভুয়া সনদ দেখিয়ে বিমা কোম্পানির ব্যক্তিদের বোকা বানিয়ে তুলে নেন টাকা। পরে জানা যায়, আবেদনকারীর স্বামী দিব্যি বেঁচে আছেন। ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের লখনৌতে। সন্দ্বীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ওই দম্পতির কর্মকাণ্ডে পুলিশের চোখও রীতিমতো কপালে উঠে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালে ২৫ লাখ টাকার বিমা করেছিলেন। পরে ২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী ওই বিমা কোম্পানির কাছে দাবি করেন, ৯ এপ্রিল তার স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বিমার ২৫ লাখ টাকা চান তিনি। এ জন্য প্রয়োজনীয় নথি হিসেবে রবির মৃত্যুর প্রশংসাপত্রও জমা দেন কেশরী। তথ্য যাচাইয়ের পর তার দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। পরে অভ্যন্তরীণ এক তদন্তে জানা যায়, কেশরীর দাবি ছিল পুরোটাই মিথ্যা। তার স্বামী মৃত নয় বরং জীবতই রয়েছে।
Read Entire Article