বিয়ের দাওয়াতে বাবা-মা, বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

2 months ago 6

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপন্যা রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার বাচোর ইউনিয়নের মাস্তানি টাউন গ্রামে এ ঘটনা ঘটে। 

বাচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বৈদ্যুতিক শক লেগে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত অপন্যা রাণী ওই গ্রামের শ্রীকান্ত ওরফে ডংকই রায়ের একমাত্র মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে অপন্যা রাণীর বাবা-মা তাকে বাড়িতে রেখে বিয়ের দাওয়াত খেতে বিয়ে বাড়িতে যায়। বাড়িতে একা থাকা অবস্থায় পাশের বাড়ির আরেক শিশুসহ টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে যায় অপন্যা। এসময় বৈদ্যুতিক শক খেয়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শিশুটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অপন্যাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পায়। 

রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক জানান, টিভির কানেকশন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অপন্যা রাণী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

Read Entire Article