বিলকিস নাহার মিতুর ছড়া: শরৎ এলো

6 hours ago 5

শরৎ এলো নীলাম্বরে
সাদা মেঘের ভেলায়,
শিশির ঝরে শিউলি ফুলে
নিত্য প্রাতের বেলায়।

শরৎ এলো কাশবনেতে
সাদা ফুলের দোলায়,
কাশফুলেরই ছড়াছড়ি
সবারই মন ভোলায়।

শরৎ এলো স্নিগ্ধ রূপে
নীল আর সাদায় মেখে,
নয়ন জুড়ায় শরৎ রানির
মোহিত রূপ দেখে।

এসইউ/এমএস

Read Entire Article