বিলুপ্তির পথে বাঁশের তৈরি গৃহস্থালি পণ্য
বরিশাল সদর উপজেলার লামছড়ি গ্রামের সুভাষ দাস বাঁশ দিয়ে তৈরি করেন কুলা, চালনি, ডালা, গোলা, মুরগির ছানার খাঁচাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্য। কালের বিবর্তনে এসব পণ্যের চাহিদা এখন আর নেই। সুভাষ দাস বলেন, এসব পণ্য তৈরি করলেও এখন আর আগের মতো ক্রেতা পাওয়া যায় না। শুক্রবার দিনভর সদর উপজেলার চরবাড়িয়া ইউয়িনের বিভিন্ন গ্রামে গিয়েও কোনো পণ্য বিক্রি করতে পারেননি। ক্রেতার অভাবে তাই এ পেশায় জড়িতরা এখন ভিন্ন পেশায় চলে গেছেন। তাঁর গ্রামে নয়টি পরিবার এ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এখন শুধু তিনি একাই এ পেশায় রয়েছেন।তাঁর মতো বরিশালের বিভিন্ন উপজেলায় বাঁশ দিয়ে পণ্য তৈরির কারিগররা এখন অর্থনৈতিক সংকটে