বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

3 months ago 44

নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাঁজা খন্দকারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সালমানসহ তার বন্ধুরা মিলে মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান শামুকখোলার নিজ বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর সালমান আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পায়। 

শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে লাশ উদ্ধারের খবরে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ছাড়া ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Read Entire Article