বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ২০ জনকে গ্রেপ্তার

3 months ago 63

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ মে) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৫ মে) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মোহাম্মদপুর এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পেশাদার চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।  

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Read Entire Article