বিশ্ব দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের ৬ পদক

2 hours ago 3

ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা থেকে সাফল্য নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। আসর থেকে লাল-সবুজদের অর্জনের খাতায় ছিল ৬ পদক—৩ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ। পুরুষ ও নারী দুই বিভাগেই পদক পেয়েছে বাংলাদেশ।

পুরুষদের ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম রৌপ্য পদক জিতেছেন, ব্রোঞ্জ পদক জিতেছেন মো. নয়ন আলী। পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টেও একই সাফল্য পায় বাংলাদেশ—এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রৌপ্য পদক জিতেছেন, ব্রোঞ্জ জিতেছেন জুয়েল আহমেদ। নারী বিভাগে ১৯ কিলোমিটার ইভেন্ট বাংলাদেশের অর্জনের খাতা সমৃদ্ধ করেছে। এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য পদক জিতেছেন, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা জিতেছেন ব্রোঞ্জ পদক।

সাফল্য নিয়ে ফেরা বাংলাদেশ দলের সদস্যদের মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় সাঁতারুদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

১৬ সদস্যের বাংলাদেশ সাঁতার দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বিশ্ব দূরপাল্লার সাঁতারে সাফল্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। অতীতেও বিভিন্ন আসর থেকে সাফল্য পেয়েছে লাল-সবুজরা। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বলেছেন, ‘এ অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে।’

Read Entire Article