বিশ্বকাপ বাছাই সামনে, মিরপুরেই ঈদ কাটালেন জ্যোতিরা

2 days ago 14

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পাকিস্তান সফরের আগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পে থাকা ক্রিকেটাররা এবার ঈদ উদযাপন করলেন মিরপুরেই।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে ৫ এপ্রিল পাকিস্তানের লাহোরে। সেই লক্ষ্যে কঠোর প্রস্তুতি নিচ্ছেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ৩ এপ্রিল দেশ ছাড়বে দল, তাই ঈদের ছুটির সুযোগ পাননি ক্রিকেটাররা। রোববার (৩০ মার্চ) ঈদের আগের দিনও অনুশীলন করেছেন তারা, যদিও মাঠের মূল কার্যক্রমের চেয়ে ফিল্ডিং অনুশীলনেই বেশি জোর দেওয়া হয়েছে।

ঈদের সকালে মাঠে না থাকলেও একাডেমি ভবনেই একসঙ্গে ঈদ উদযাপন করেছেন নারী ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে ঈদের সাজে সবার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে তাদের। পরিবারের বাইরে থাকলেও দলীয় পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তারা।

১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের মুখোমুখি হবে জ্যোতির দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে সব ম্যাচ।

ঈদের আনন্দের মধ্যেও চোখ সবার একটাই লক্ষ্যে—বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান সফরে ভালো কিছু করতে চান জ্যোতিরা।

Read Entire Article