বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে তারা প্রস্তুত। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করার পর দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পিসিবির সূত্র অনুযায়ী, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে পাকিস্তান। সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এ ছাড়া পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে পাকিস্তান সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ একাধিক বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করতে তারা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে তারা প্রস্তুত। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করার পর দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পিসিবির সূত্র অনুযায়ী, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে পাকিস্তান। সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এ ছাড়া পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে পাকিস্তান সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ একাধিক বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করতে তারা সক্ষম। উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলোতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow