বিশ্বকাপের দুটি ম্যাচেই বৃষ্টির হানা

3 months ago 50

একটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে, আরেকটি যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এই ম্যাচে যথাসময়ে টস হলেও বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি।

ওই ম্যাচের এক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার কথা নেপালের। ক্রিকেটভ্ক্তরা আশা করছিলেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অন্তত দেখতে পারবেন। কিন্তু এই ম্যাচ বৃষ্টির কারণে টসও করা গেল না ঠিকমতো।

নেদারল্যান্ডস ও নেপাল, দুই দলই বাংলাদেশের গ্রুপে। ডি-গ্রুপের দ্বিতীয় ম্যাচ এটি। এই গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখনো বিশ্বকাপ মিশন শুরু না করলেও এই ম্যাচে রাখবে কড়া নজর।

সুপার এইটে ওঠার লড়াইয়ে এই গ্রুপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা দল বাংলাদেশের সঙ্গে প্রতিযোগী হয়ে উঠবে। যে কারণেই এই ম্যাচ বাংলাদেশের ক্রিকেটভক্তদের কাছে গুরুত্বপূর্ণ।

 

এমএইচ/

Read Entire Article