বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ ব্রাজিলের

7 hours ago 4

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ ব্রাজিলের। দশজনের দল নিয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয় ব্রাজিলের। সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মাঠে নামবে তারা। 

তিনবারের চ্যাম্পিয়ন ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সবচেয়ে সফল দল উত্তর কোরিয়ার বিপক্ষে কোনো ভয় ছাড়াই সেমিফাইনাল শুরু করেছিল ব্রাজিল। ম্যাচের প্রথম আক্রমণটি যদিও এসেছিল উত্তর কোরিয়ার কিয়ং কিমের শট থেকে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। 

খেলার মাত্র ১৫ মিনিটের মাথায়ই ব্রাজিল শঙ্কায় পড়ে। কাউন্টার অ্যাটাকের সময় জিওভানা ইসেপ্পে বাঁ উরুতে ব্যথা অনুভব করলে তার পরিবর্তে মাঠে নামেন দুলসে মারিয়া। এই বদলের পর ব্রাজিল নির্ভরশীল হয়ে পড়ে লিনের দ্রুতগতির পাল্টা আক্রমণের ওপর। 

দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আরেকটি ধাক্কা খায় ব্রাজিল। সু রিমের ক্রসে দুলসে মারিয়া বলটি ঠিকমতো দূরে ঠেলতে পারেননি, সুযোগ নিয়ে জং হিয়াং জোরালো শটে গোল করেন। তাতে ২-০গোলের লিড পায় কোরিয়া। 

দুই গোল হজম করলেও হাল ছাড়েনি ব্রাজিল। এভেলিনের ক্রস থেকে দুলসে মারিয়ার হেডে গোলের সম্ভাবনা তৈরি হয়, তবে কোরিয়ান গোলরক্ষক সন গিয়ং তা রুখে দেন। এভেলিন ও হেলেনা একাধিকবার আক্রমণে চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি।

Read Entire Article