জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে গবেষণাধর্মী সেমিনার আয়োজনের ফলে আমাদের একাডেমিক মান আরও বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে ‘ডিকলাইনিং অটোমান হেজিমনি : শেপিং এ নিউ ইন্টারন্যাশনাল অর্ডার ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা খানম।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম আরও বলেন, বর্তমান বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সেমিনারের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে গবেষণাধর্মী সেমিনার আয়োজনের ফলে আমাদের একাডেমিক মান আরও বৃদ্ধি পাবে।
শিক্ষায় গবেষণার ও জ্ঞান আবির্ভাবের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের ডিসিপ্লিনে গবেষণা প্রয়োজন। গবেষণা না হলে নতুন জ্ঞান সৃষ্টি হবে না। নতুন জ্ঞানের আবির্ভাব না হলে আমরা একাডেমিক শিক্ষায় স্থির হয়ে যাব।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের সেমিনার আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
মুসলমানদের সমৃদ্ধময় ইতিহাস, ওসমানীয় সাম্রাজ্যের মূল ভিত্তি তুলে ধরে প্যানেল আলোচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মুসলমানদের সমৃদ্ধময় ইতিহাস আইডেনটিটি আছে যার অতীত ঐতিহ্য আমাদের আরও উপজীব্য করে গড়ে তুলবে। এ ধরনের গবেষণা ও সেমিনারের মাধ্যমে আমরা ইসলামের সঠিক ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে পারব। ওসমানীয় সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল ইমান, ইসলাম, ইনসাফ ও নৈতিকতা। এ কারণে এই সাম্রাজ্য প্রায় ৭০০ বছর টিকেছিল। এই গর্বিত ইতিহাস মুসলিম সমাজের উন্নয়নে প্রাসঙ্গিক।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ওয়াইটিবি স্কলার ড. মো. আনিসুর রহমান। এ সময় তিনি ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস, খেলাফতের বৈশ্বিক প্রভাব ও দক্ষিণ এশিয়ার নতুন আন্তর্জাতিক ব্যবস্থার গঠন নিয়ে বিশদ আলোচনা করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অক্সফোর্ড স্কলার ড. মো. মিজানুর রহমান। এ ছাড়া বিভাগীয় শিক্ষক ড. তাসলিমা ইসলামের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোছা. রূপালী খাতুন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।