বিশ্ববিদ্যালয়ের মামলায় বেরোবির আরেক সহকারী রেজিস্ট্রার গ্রেফতার

3 months ago 15

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় বিস্ফোরক মামলায় প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে ওই মামলায় দুইজনকে গ্রেফতার করলো তাজহাট থানা পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাত ২টায় নিজ বাসা থেকে রাসেলকে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার (৭ মে) বিস্ফোরক আইনে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ। এর কয়েক ঘণ্টা পেরুতেই সহকারী রেজিস্ট্রার মোক্তারুলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো দুইজন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ আরও অনেকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার জাগো নিউজকে বলেন, আপনারা জানেন মামলার পরপরই একজনকে গ্রেফতার করেছি। এরপর রাত ২টার দিকে রাফিউল আলম রাসেল যিনি সহকারী রেজিস্ট্রার তাকেও গ্রেফতার করা হয়েছে।

বাকি আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি, যত দ্রুত আসামিদের গ্রেফতার করা যায়।

ফারহান সাদিক সাজু/এফএ/জিকেএস

Read Entire Article