বিশ্বভ্রমণে যাচ্ছেন বিটিএস সদস্য জে হোপ, গাইবেন ৬ শহরে

3 hours ago 4

বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে বিটিএসের জনপ্রিয়তা বা আবেদন নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার গানের এই দলটি। দলের প্রতিটি সদস্যের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। তাদের অন্যতম একজন জে-হোপ।

সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন গান নিয়ে বিশ্বভ্রমণে বের হবেন বলে। ৩০ বছর বয়সী এ র্যাপার তার প্রথম একক বিশ্ব ট্যুরের নাম রেখেছেন ‌‘হোপ অন দ্য স্টেজ ট্যুর।’। হাইবের ঘোষণা অনুযায়ী, এই ট্যুরে ১৫টি শহর সফর করবেন তিনি। যার মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ব্রুকলিন এবং শিকাগোসহ আরও ৬টি শহর রয়েছে।

সিওলের তিন দিনের প্রোগ্রাম শেষে জে-হোপ উত্তর আমেরিকার ট্যুর শুরু করবেন ১৩ মার্চ নিউ ইয়র্কের বারক্লে সেন্টার থেকে। এরপর তিনি শিকাগো, সান অ্যান্তোনিও, ওকল্যান্ড এবং মেক্সিকো সিটিতে সফর করবেন। যুক্তরাষ্ট্রের ট্যুর শেষ করবেন লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে।

এই কনসার্টটি ইতিহাস সৃষ্টিকারী হবে বলে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে এই ট্যুরের মাধ্যমে প্রথমবারের মতো কোনো কোরিয়ান একক শিল্পী যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম আলোকিত করবেন।

বিটিএস সদস্য জে-হোপ একক পারফরম্যান্সের জন্য পরিচিত। ২০২২ সালে তিনি লোল্লাপালুজা শিকাগো ফেস্টিভ্যালে প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে কনসার্ট করেন। এবার তিনি বের হচ্ছে বিশ্ব ট্যুর নিয়ে। যা এরইমধ্যে ভক্তদের বেশ আগ্রহী করে তুলেছে।

আর্মি ফ্যানদের জন্য এই ট্যুরের টিকিট বিক্রি শুরু হবে ২২ জানুয়ারি। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। লস অ্যাঞ্জেলেস কনসার্টের টিকিটের তথ্য খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এলআইএ/জিকেএস

Read Entire Article