বিষ দিয়ে সাড়ে ৩ হাজার হাঁস মেরে ফেলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইঁদুর মারার বিষ প্রয়োগ করে সাড়ে ৩ হাজারেরও বেশি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খামারি নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামসংলগ্ন হাওরের পতিত চরে অজ্ঞাত দুর্বৃত্তরা শামসু মিয়ার খামারের খাদ্য বা পানিতে বিষ মিশিয়ে দেয়। পরে এতে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। সকালে খামারি এসে দেখেন, খামারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে হাজারো মৃত হাঁস।
ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মিয়া বলেন, আমি ১১ বছর ধরে হাঁস পালন করছি। এভাবে এক রাতে সব শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। একসঙ্গে তিনটি খামারের হাঁস মেরে ফেলল। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল আমার। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৫ লাখ টাকায় এ ব্যবসা শুরু করি। এখন কীভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
খামারের কর্মী আব্দুর রহমান বলেন, প্রতিদিনের মতো হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি যাই। ফিরে এসে দেখি বেড়া দেওয়া জাল উল্টানো, চারদিকে বিষের গন্ধ। সে সময় আমি একজনকে দৌড়ে পালাতে দেখি।
ভুক্তভোগীর ভাই মজনু মিয়া বলেন, আমার বড় ভাই ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে এ খামার করেছে, এখনো দেনা শোধ করতে পারেনি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা খামারিকে ঘুরে দাঁড়ানোর জন্য সব সহযোগিতা করব।
নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিৎ পাল বলেন, বিষ প্রয়োগে হাঁস মারা যাওয়ার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত সব সহযোগিতা দেওয়া হবে।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।