বিসিআইসির নতুন চেয়ারম্যান ফজলুর রহমান

5 months ago 24

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ের ন্যস্ত করে বুধবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফজলুর রহমান আগামী ২১ মে’র মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ওই দিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।

অন্যদিকে, ওএসডিও (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. মাহবুবুল আলম তালুকদারকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/জেআইএম

Read Entire Article