বিসিবি থেকে খেলার ছাড়পত্র পেলেন তামিম ইকবাল

1 month ago 14

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে খেলছেন না এক বছরেরও বেশি সময় ধরে। ঘরোয়া ক্রিকেটেও নেই। কিন্তু এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগ টি-টেয়েন্টির দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ। যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে।

তবে, তিনি খেলবেন কি করে? বিসিবির ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে খেলার অনুমতি তো পেতে হবে। তবে, তামিম ভক্তদের জন্য সুসংবাদ। বিসিবির কাছ থেকে সেই অনুমতি পত্র পেয়ে গেছেন তামিম ইকবাল। আজ বিকেলে ফিটনেস টেস্ট দিয়েছেন তামিম এবং সেই টেস্টে তিনি পাসও করেছেন।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। এই আসরে এবার আর খেলতে বাধা নেই তামিম ইকবালের।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে প্রতিযোগীতামূলক ক্রিকেটের সঙ্গে নেই আর তামিম। এর মধ্যে নানা সাংগঠনিক কাজেও জড়াতে দেকা গেছে তাকে।

যে কারণেই, দীর্ঘদিন পর মাঠে ফিরতে হলে তাকে ফিটনেস টেস্টে পাস করতে হতো। তামিম ইকবালও গত বেশ কয়েকদিন এ নিয়ে পরিশ্রম করে যাচ্ছিলেন। গত কয়েকদিন মিরপুরের ইনডোরে ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও তাকে খুব কাজ করতে দেখা গেছে।

নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন চট্টগ্রামের দলে তামিম থাকলেও খেলতে হলে ফিটনেস টেস্টে পাস করতে হবে তাকে। বুধবার মিরপুরে সেই ফিটনেস টেস্ট দেন তিনি। তামিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে বিসিবির এক সূত্র থেকে।

জাতীয় লিগে খেলা আট দল নিয়ে আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। লিগ পর্বের খেলা হবে সিলেট স্টেডিয়ামের দুই মাঠে। পরে প্লে অফ এবং ফাইনাল হবে মিরপুরে।

আইএইচএস/

Read Entire Article