বিসিবির পাপনের পর অ্যাথলেটিকসের মন্টু

2 months ago 30

পরিবর্তনের বাতাস বইতে শুরু করছে ক্রীড়াঙ্গনে। সবচেয়ে আলোচিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন বুধবার। ওই দিনই বোর্ড নতুন সভাপতি নির্বাচন করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির পরিচালনা পর্ষদের সভার পরপরই দেশব্যাপী থাকা সরকারী সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেয় মন্ত্রণালয়।

অনেক ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে। অনেকে বিদেশে চলে গেছেন, কেউ হয়েছেন গ্রেফতার। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে আছে দেশের ক্রীড়াঙ্গন।

উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দেওয়ার পর সরকারের বার্তা পরিস্কার। তারা দ্রুতই হাত দেবে ফেডারেশনে। আর এই পরিবর্তনের ঢেউয়ে ভেসে যাবেন বিগত ১৬ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত যারা ক্রীড়াঙ্গনে দাপট দেখিয়েছেন।

তেমন আভাস পেয়েই নিজ থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও ফেডারেশনের সভাপতি বরাবর লেখা পদত্যাগপত্রে মন্টু ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।

পদত্যাগ করেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সরাফাত হোসেনও। তিনিও সভাপতি বরাবর পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। ক্রীড়াঙ্গনে গুঞ্জন ফেডারেশনের কমিটি বিলুপ্ত করার আগেই আরো কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করতে পারেন।

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article