বিস্কুট-পানীয় বিতরণের অভিযোগ গকসুর জিএস প্রার্থীর বিরুদ্ধে 

1 hour ago 3

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়,  জিএস পদপ্রার্থী আফসানা মিমি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে ক্লাসরুমে ভোট চাইতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন। কিন্তু নির্বাচনী আচরণবিধি ধারা ১০ (ঙ)-তে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার জন্য কোথাও কোনো রূপ ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটারদের কোনো রূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করতে পারবেন না। 

এ বিষয়ে অভিযুক্ত আফসানা মিমি বলেন, আমি বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এমন না। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গিয়েছিলাম যেখানে অনেক পূর্বপরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খাইতে চাওয়ার কারণে এই ব্যবস্থা। 

তিনি আরও বলেন, মেসে গেলে তো খাওয়ানো লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলা করছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, ইতোমধ্যে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে আমরা যথাযথ পদক্ষেপ নিব।

Read Entire Article