বিড়ম্বনা থেকে বাঁচলেন ২৫ দিনেই বাবা হওয়া সেই রিকশাচালক

1 month ago 15
ভূমিষ্ঠের ২৫ দিনেই বাবা হওয়ার রেকর্ড! শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে রিকশাচালকের এনআইডি সংশোধন করে দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভুক্তভোগী রিকশাচালক তাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করে মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। অতঃপর কার্যালয়ে ডেকে এনে তৎক্ষণাৎ আবেদন গ্রহণ করে এনআইডি কার্ড সংশোধন করে দেওয়া হয়।  সংশোধিত এনআইডি কার্ড হাতে পেয়ে দরিদ্র রিকশাচালক তাজুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা এবং দৈনিক কালবেলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাজুল কালবেলাকে বলেন, আপনাদের পত্রিকায় খবর আসার পর নির্বাচন অফিসের লোক আমার বাসায় যান। তারা আমাকে পরিবারের সদস্যদের নিয়ে অফিসে আসতে বলে। আমি এখন আমার সংশোধিত এনআইডি হাতে পেয়েছি। এজন্য আমি খুবই আনন্দিত। মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ বলেন, প্রথমেই কালবেলাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা বিষয় তুলে আনার জন্য। পত্রিকায় খবরটি দেখার পর থেকেই আমরা ভুক্তভোগী ব্যক্তির খোঁজ শুরু করি। তার সন্ধান পাওয়ার পর আজকে আমরা তাজুলকে ডেকে এনে সমস্যার সমাধান করে দিয়েছি। তিনি আরও বলেন, তাজুল, তার স্ত্রী এবং ছেলে সকলেই ২০০৮ সালে প্রথম ভোটার হয়েছে। সে সময় দেশে প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র প্রণয়ন করা হয়েছে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে ভুলটা ওখানেই হয়েছিল। আমরা তাজুলের জাতীয় পরিচয়পত্রের ২০০৮ সালে সংগৃহীত তথ্যের ফর্ম বের করে বিভাগীয় কর্মকর্তার অনুমতি সাপেক্ষে এনআইডি কার্ডে বয়স সংশোধন করে পুনঃমুদ্রিত কার্ড ভুক্তভোগীর হাতে তুলে দিয়েছি। উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) কালবেলা পত্রিকায় ‘ভূমিষ্ঠের ২৫ দিনেই বাবা হওয়ার রেকর্ড!’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এনআইডি কার্ডে ভুল জন্ম তারিখ আসায় মেহেরপুরের বাসিন্দা রিকশাচালক তাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ভোগান্তির চিত্র তুলে ধরা হয়।
Read Entire Article