বিয়ে করবেন ইংলিস, ‘মন খারাপ’ মালিকপক্ষের

আইপিএলের মিনি নিলাম থেকে অস্ট্রেলিয়ার জশ ইংলিসকে দলে নিয়েছিল লাখনৌ সুপার জায়ান্টস। তবে আইপিএলের সময় বিয়ে করার সিদ্ধান্ত হওয়ায় পুরো মৌসুমের জন্য তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগে থেকে টিম ম্যানেজমেন্টকে না জানানোয় এবং হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় মন খারাপ মালিকপক্ষের।  বিয়ের কারণে পুরো মৌসুমে লাখনৌ মাত্র তিন ম্যাচে ইংলিসকে পাবে। ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে নেয় তারা। দলের পরিকল্পনায় আগে থেকেই ছিলেন তিনি। নিলামের সময় পুরো মৌসুম খেলতে পারবেন বলেই জানিয়েছিলেন ইংলিস। তবে শেষ মুহূর্তে এসে বিয়ের বিষয়টি জানানোয় নতুন করে তৈরি হয়েছে জটিলতা।  বিয়ে প্রসঙ্গে ইংলিস বলেন, ‘আইপিএলের পুরো মৌসুম আমি খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে। আর এ কারণে তখন আইপিএলে যেতে চাই না। প্রথমবার যখন আমি অবিক্রীত ছিলাম, তখন ভাবলাম ঠিক আছে, ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে দেখি আমি দল পেয়েছি। সকালে মেসেজ দেখার আগে কিছুই জানতাম না।’ এদিকে হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ায় ইংলিসের প্রতি অসন্তোষ প্রকাশ লাখনৌ করেন সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া। তিনি বলেন, ‘সে আমাদের আগেই জানাতে পারত। ডেডলা

বিয়ে করবেন ইংলিস, ‘মন খারাপ’ মালিকপক্ষের

আইপিএলের মিনি নিলাম থেকে অস্ট্রেলিয়ার জশ ইংলিসকে দলে নিয়েছিল লাখনৌ সুপার জায়ান্টস। তবে আইপিএলের সময় বিয়ে করার সিদ্ধান্ত হওয়ায় পুরো মৌসুমের জন্য তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগে থেকে টিম ম্যানেজমেন্টকে না জানানোয় এবং হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় মন খারাপ মালিকপক্ষের। 

বিয়ের কারণে পুরো মৌসুমে লাখনৌ মাত্র তিন ম্যাচে ইংলিসকে পাবে। ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে নেয় তারা। দলের পরিকল্পনায় আগে থেকেই ছিলেন তিনি। নিলামের সময় পুরো মৌসুম খেলতে পারবেন বলেই জানিয়েছিলেন ইংলিস। তবে শেষ মুহূর্তে এসে বিয়ের বিষয়টি জানানোয় নতুন করে তৈরি হয়েছে জটিলতা। 

বিয়ে প্রসঙ্গে ইংলিস বলেন, ‘আইপিএলের পুরো মৌসুম আমি খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে। আর এ কারণে তখন আইপিএলে যেতে চাই না। প্রথমবার যখন আমি অবিক্রীত ছিলাম, তখন ভাবলাম ঠিক আছে, ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে দেখি আমি দল পেয়েছি। সকালে মেসেজ দেখার আগে কিছুই জানতাম না।’

এদিকে হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ায় ইংলিসের প্রতি অসন্তোষ প্রকাশ লাখনৌ করেন সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া। তিনি বলেন, ‘সে আমাদের আগেই জানাতে পারত। ডেডলাইন সম্পর্কে সবাই জানে। ৪৫ মিনিট আগে এসে বলা যায় না— আমি আসতে পারব না। এটাকে আমি পেশাদার আচরণ মনে করি না। তার বিয়ের জন্য শুভকামনা জানাই।  আইপিএলে সে খেলতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে তার আচরণ পেশাদার ছিল না, এ কথা বলতেই হবে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow