বিয়ে করলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী

4 months ago 12

মরণব্যধি ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। চলছিল কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপে পৌঁছেও তার মনের জোর এতটুকু কমেনি। অসুস্থ শরীর নিয়ে হেঁটেছেন ব়্যাম্পে, ওমরাহ পালনে গেছেন মক্কা শরীফেও। এবার বিয়ে করলেন এই ভারতীয় অভিনেত্রী।

আজ (৪ জুন) বুধবার সামাজিক মাধ্যমে বিয়ে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী হিনা খান। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক কলকাতার রকি জয়সওয়াল। বিয়ের ঘোষণা দিয়ে হিনা লিখেছেন, ‘ভিন্ন দুই জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার ব্যবধানগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় দুটি এক হয়েছে, জীবনের শেষপ্রান্তে তৈরি হল এমনই এক বন্ধন। আমরাই আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। সব বাধা অতিক্রম করে আজ আমাদের প্রেমে পড়লো আইনি সিলমোহর। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের দোয়া কামনা করছি।’

হিনা পরেছিলেন সবুজাভ শাড়ির সঙ্গে হালকা গোলাপি ওড়না। হাতে ছিল হীরার আংটি। রং মিলিয়ে রকিও পরেছিলেন পাঞ্জাবি। হিনার জীবনের সংকটময় সময়ে লড়াইয়ে সঙ্গী হিসেবে ছিলেন রকি। অনেক দিনের প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। বন্ধু-স্বজনদের দ্বিধায় বিয়েটা করা হয়ে উঠছিল না তাদের। পরে আর দেরি করেননি এ জুটি।

গত ১৩ বছর ধরে প্রেম করছিলেন রকি ও হিনা। রকি পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে দুজনার পরিচয়। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। সেই থেকেই হিনার পাশে ছিলেন তিনি। ২০১১ সালে ‘বিগ বস’-এও দেখা গেছে রকিকে। জীবন ও ক্যারিয়ারের উত্থান-পতনের সঙ্গী ছিলেন। ক্যারিয়ার যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে জন্য হিনাকে বিয়ের ব্যাপারে চাপও দেননি তিনি। ক্যানসার ধরা পড়ার পরও তাকে আগলে রেখেছেন রকি জয়সওয়াল। এবার বিয়েও করলেন প্রিয়তমাকে।

Read Entire Article