বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান

9 hours ago 4
কয়েক বছরে ধরে নানান ধরনের অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মডেল, অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কিছু কথা বলে আসছিলেন, আর তা হলো তিনি যেন তার মনের মতো একটি ছেলেকে বিয়ে করতে পারেন, যে ছেলে তাকে অনেক ভালোবাসবে, যে ছেলে অনেক ভালো মনের একজন মানুষ হবে এবং যে ছেলে হবে ধর্মপরায়ণ একজন মানুষ। নারায়ণগঞ্জের ব্যবসায়ী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) রাকিবুল হাসানের সঙ্গে গত ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা জামান। সেদিন পুরান ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরের দিনই দুজনে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে গতকাল রওনা হয়েছেন। ওমরাহ হজ পালন শেষে তারা দুজন আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন। প্রিয়াঙ্কা জামান বলেন, ‘রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশিদিনের নয়। কিন্তু অল্পদিনের পরিচয়ে আমি তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতাও কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে নিজের করে—সবকিছুর বিবেচনা সাপেক্ষে আমি তাকে বিয়ে করেছি। মূল কথা, আমি বিগত দিনে যেমন একটি মানুষের স্বপ্ন দেখে আসছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ। নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশী, আমি তার বিনয়ে মুগ্ধ, তার ক্যায়ারিংয়ে মুগ্ধ। বিয়ের পরদিন আমরা ওমরাহ হজ পালন করার জন্য রওনা হয়েছি। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আর ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’ রাকিব বলেন, ‘প্রিয়াঙ্কাকে প্রথম যেদিন একটি অনুষ্ঠানে দেখি সেদিনই তাকে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তী সময়ে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।’ এরই মধ্যে প্রিয়াঙ্কা জামান সজীব চিশতীর ‘গয়নার বাক্স’সহ একই পরিচালকের আরও দুটি নাটকে কাজ করেছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহামদ আসলামের ‘তবুও প্রেম দামি’। আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার।
Read Entire Article