বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস চাওয়া নিয়ে বরপক্ষের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। এ ঘটনায় কনের মামা বাদী হয়ে বরপক্ষের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কনেপক্ষের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামে। আর বরপক্ষের বাড়ি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে। বৃহস্পতিবার কনের বাড়ি থেকে বরপক্ষের ৬০ জন লোক যাওয়ার কথা থাকলেও সেখানে শাতাধিক লোক যান। বিষয়টি নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। দুপুরে খাওয়ার সময় কনেপক্ষের লোক মাংস চায়। এ নিয়ে কথাকাটাকাটি হয় দুপক্ষের। একপর্যায়ে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হন।
আহতদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়ের মামা সোহাগ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
তবে এ বিষয়ে মুঠোফোনে বরপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার এসআই স্বপন কুমার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে স্থানীয়দের মধ্যস্ততায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।