বিয়ের অনুষ্ঠানেই বিশাল টাকার মালিক দম্পতি, স্কুল নির্মাণে দান করলেন দেড় কোটি

2 hours ago 2

বিবাহ মানেই সাধারণত আড়ম্বর, বিপুল ব্যয় আর অতিথি আপ্যায়নে আয়োজনের ছড়াছড়ি। কিন্তু যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের এক দম্পতি ব্যতিক্রম ঘটালেন। নিজেদের বিয়েকে তারা পরিণত করলেন টিকিটযুক্ত বিশেষ অনুষ্ঠান। আর এর আয় থেকে কোটির অধিক টাকা তুলেছেন দান হিসেবে। তাদের দাবি, এই অর্থ ব্যয় হবে কেনিয়ায় একটি স্কুল নির্মাণে।

নিউইয়র্ক পোস্ট ও পিপল ম্যাগাজিন জানিয়েছে, ৩৪ বছর বয়সী মার্লে জ্যাক ও ৩৭ বছর বয়সী স্টিভ জে লারসন গত ১ আগস্ট ঈগল শহরে এই অভিনব বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন।  ব্যবসায়িক ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা থেকে তারা জানতেন, যুক্তরাষ্ট্রে একটি সাধারণ বিয়ের খরচও বেশ চড়া। কেবল কেক কাটার আয়োজনের জন্যই গুনতে হয় প্রায় ৬৫০ ডলার (১ লাখ ৭ হাজার ২০০ টাকা)। তাই প্রচলিত ধারা ভেঙে অতিথিদের কাছ থেকে খাবারের খরচের সমান অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

দুই ধাপের টিকিট
সংবাদমাধ্যম বলছে, অনুষ্ঠানে অতিথিদের জন্য দুটি ধাপের টিকিট  রাখা হয়েছিল। এর মধ্যে সাধারণ টিকিটের দাম ছিল ৫৭ ডলার (প্রায় ৯ হাজার টাকা), যাতে অনুষ্ঠান ও রিসেপশনে প্রবেশের সুযোগ ছিল। আর ভিআইপি টিকিটের দাম দুইজনের জন্য ৯৯৭ ডলার (দেড়লাখেরও বেশি) ধরা হয়। এই টিকিটে বিশেষ সুবিধা হিসেবে ছিল রিহার্সাল ডিনার, ‘বায়োহ্যাকিং ব্রাঞ্চ’, বিয়ের পর সুস্থতা ফেরানোর সেশন এবং বিয়ের প্রোগ্রামে ব্র্যান্ডের নাম যুক্ত করার সুযোগ।

বিক্রি হলো শতাধিক টিকিট
এই উদ্যোগে ৩০ টি ভিআইপি টিকিটসহ শতাধিক সাধারণ টিকিট বিক্রি হয়। অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের বিনামূল্যে আমন্ত্রণ জানানো হলেও দম্পতির পেশাগত ও সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের সদস্যরা কিনেছেন এসব টিকিট।

অভিনব আয়োজন
অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল বিলাসবহুল আইসক্রিম, কুকি ও কেক। এ ছাড়া লাইভ ডিজেতে শিল্পীরা গান পরিবেশন করেন। অন্যদিকে, ভিআইপি অতিথিদের জন্য শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, রেড লাইট থেরাপি ও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির সেশন রাখা হয়।

সামাজিক মাধ্যমে কেউ কেউ এই উদ্যোগকে‘টাকা রোজগারের কৌশল’ বা ‘অতিরিক্ত বাণিজ্যিকতা’ বলে সমালোচনা করেছেন। তবে নবদম্পতি জানিয়েছেন, লাভের উদ্দেশ্যে নয়, বরং অনুষ্ঠানকে আর্থিকভাবে ভারসাম্যপূর্ণ ও সামাজিকভাবে প্রভাবশালী করতেই এই আয়োজন করেছেন।

দানের অর্থ কেনিয়ায়

মার্লে জ্যাক ও স্টিভ জানিয়েছেন, বিয়ের রাতেই তারা ৯৬২০০ ডলার (দেড় কোটিরও বেশি) দান করেন Village Impact নামের একটি অলাভজনক সংস্থায়। সংস্থাটি কেনিয়ায় শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে। নিজেদের দানকৃত টাকায় নির্মিত স্কুল পরিদর্শন করতে আগামী বছর কেনিয়ায় যাবেন তারা।

সূত্র : নিউইয়র্ক পোস্ট, পিপল ম্যাগাজিন

Read Entire Article