বিয়ের তিনদশক পর স্বামীর ‘আহুজা’ পদবি ত্যাগ সুনীতার, কেন

2 months ago 8

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবন। তবে সুনীতা যে খুব সুখে ছিলেন এমনটা নয়। তিনি পরিষ্কার জানিয়েছেন, বুকে পাথর রেখে তারকা-পত্নী হওয়া যায়। প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন।

সেই সময় গোবিন্দ ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে তার তারকা খ্যাতিতে ভাটা পড়বে! তবে বছর তিনেক পর সবাইকে জানান তিনি বিবাহিত। সেও অনেকদিনের কথা। তারপর একসঙ্গে তিন দশক পার করে ফেলেছেন তারা। যদিও গত বছর থেকেই তাদের বিচ্ছেদের সংবাদ ছড়িয়ে পড়েছে। এবার স্বামীর ‘আহুজা’ পদবি ত্যাগ করলেন তারকা-পত্নী।

সম্প্রতি সুনীতাকে স্বামীর পদবি ত্যাগ করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার ভাষায় বলেন, ‘আমার নাম-যশ চাই। জীবনে কে নাম-যশ চায় না।’ শুধু যে আহুজা পদবি ত্যাগ করেছেন তাই নয়, সুনীতা তার নামের ইংরেজি বানানের প্রথমে বাড়তি একটি ‘এস’ যোগ করছেছেন। সুনীতার দাবি, ‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী তাই “আহুজা” ত্যাগ করেছি। তবে “আহুজা” পদবিটা হয়তো আমার নামের পাশ থেকে সে দিনই সরবে, যে দিন আমার মৃত্যু হবে।’

আরও পড়ুন:

এই পরিবর্তন কি সুনীতাকে কাঙ্ক্ষিত যশ এনে দিতে পেরেছে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই! পুরো নেটদুনিয়া জুড়েই আমি। প্রায় প্রতিটি ভিডিও ভাইরাল আমার।’ কিন্তু হঠাৎ কেন এ সিদ্ধান্ত? তবে কি তলায় তলায় বিচ্ছেদ হয়েছে সুনীতা-গোবিন্দর? যদিও এ প্রসঙ্গে তার পরিষ্কার কথা, ‘যতক্ষণ না আমি কিংবা গোবিন্দ কিছু বলছি ততক্ষণ কারও কথায় বিশ্বাস করবেন না।’

এমএমএফ/এমএস

Read Entire Article