বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

3 months ago 26

নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে গিয়ে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) ভোরের দিকে উপজেলার সুন্দর খাতা নামক স্থানে বুড়িতিস্তা নদীর মূল বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ভেঙে এসব গ্রাম প্লাবিত হয়।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ এবং উজানের ঢলে বাঁধ ভেঙে আশপাশের ১০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পানিতে তলিয়ে গেছে বেশ কিছু জমির ফসল ও আমন ধানের বীজতলা।

সুন্দর খাতা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান জানান, ষাটের দশকের বাঁধ এখনও মজবুত থাকার কথা নয়। এর আগে বাঁধটি ভেঙে প্রায় ২০ বছর অনাবাদী ছিল হাজার একর জমি। অথচ টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

তিনি আরও জানান, তার গ্রামের অন্তত ৫০ জন কৃষকের আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।

বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

একই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, প্রবল বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় বাধটি ভেঙে যায়। ভেঙে যাওয়া জায়গাটি দিয়ে প্রবলবেগে পানি ঢুকছে। বাড়িঘরে পানি ওঠায় আমরা কাপড়চোপড় ও ঘরে থাকা মালপত্র খাটের ওপর রেখেছি। পরিবার নিয়ে ভীষণ বিপদে আছি। রাতে যদি বৃষ্টি হয় তাহলে আর বাড়িতে থাকা যাবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জাগো নিউজকে বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার অন্তত এক হাজার বিঘা আবাদি জমি সাময়িকভাবে পতিত হয়ে পড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বাঁধটি অনেক পুরানো হওয়ায় এটি আমাদের আওতায় কি না এ ব্যাপারে সংশয় আছে। কাগজপত্র দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইব্রাহিম সুজন/এনআইবি/এমএস

Read Entire Article