বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ 

6 hours ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বুধবার (১০ সেপ্টেম্বর)।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)-তে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। পরে রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিক হিসাব দিয়ে জানান, কার্জন হল কেন্দ্রে ৮০ শতাংশের বেশি, শারীরিক শিক্ষাকেন্দ্রে ৮৩, টিএসসি কেন্দ্রে ৬৯, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৬৭, উদয়ন স্কুল কেন্দ্রে ৮৪-৮৫, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৬৫ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে ৬৫ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল ছিল ১০টির মতো। নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে। 

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাদিক কায়েম, ছাত্রদলের আবিদুল ইসলাম খান, বাগছাসের আব্দুল কাদের এবং উমামা ফাতেমা, বিন ইয়ামীন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। জিএস পদে বাগছাসের আবু বাকের মজুমদার, ছাত্রদলের তানভীর বারী হামিম, ছাত্রশিবিরের এসএম ফরহাদ, বাম জোটের মেঘমল্লার বসুর নাম ওঠে। 

Read Entire Article